টমাস কুক ব্র্যান্ড নাম কিনল ফুসুং

ব্রিটিশ পর্যটন প্রতিষ্ঠান টমাস কুক ব্র্যান্ডের নাম কিনে নিল চীনা পর্যটন প্রতিষ্ঠান ফুসুং। কোটি লাখ পাউন্ডে টমাস কুক ব্র্যান্ড নাম কিনে নেয়ায় কোম্পানিটি বিলীন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেল।

চীনা পর্যটন কোম্পানিটি টমাস কুক ব্র্যান্ড নাম কেনার পাশাপাশি কিনেছে একই গ্রুপের বিখ্যাত হোটেল ব্র্যান্ড কাসা কুক কুক ক্লাব। একাকী তরুণ ভ্রমণকারীদের আকর্ষণ করার লক্ষ্য নিয়েই কাজ করবে হোটেলগুলো।

উল্লিখিত প্রতিষ্ঠানগুলো কেনার বিষয়ে ফুসুংয়ের চেয়ারম্যান কিয়ান জিয়ানং বলেন, টমাস কুকের ব্র্যান্ড ভ্যালু নিয়ে আমরা সবসময় নিঃসন্দিহান ছিলাম। কর্মকর্তা বলেন, সিদ্ধান্ত আমাদের নিজেদের প্রতিষ্ঠানকে কুকের মান বজায় রেখে ব্যবসা সম্প্রসারণ করতে সহায়তা করবে।         সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন