অ্যান্ড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট লক আনল হোয়াটসঅ্যাপ

বণিক বার্তা ডেস্ক

অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে নতুন একটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে বায়োমেট্রিক অথেনটিকেশন সুবিধা আনা হয়েছে। একই ফিচার প্রায় এক মাস আগে আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছিল। খবর সিনেট।

ফেসবুক নিয়ন্ত্রিত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণের ফিচার নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা চালিয়ে আসছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, যা এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাইবার অপরাধী দুর্বৃত্তদের কাছ থেকে নিরাপদ রাখতে নতুন ফিচারটি আনা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। এখন থেকে হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণ ইনস্টল করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ব্যবহারকারীকে। ফিঙ্গারপ্রিন্ট সেট করতে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে ট্যাপ করে অ্যাকাউন্ট অপশনে যেতে হবে। এরপর প্রাইভেসি অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট লক অপশনে যেতে হবে। টার্ন অন ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার পর থেকে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে লক আনলক সুবিধা পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন