ইংল্যান্ডের কাছে হারে শুরু কিউইদের

লর্ডসের সেই পাগলাটে ফাইনালের পর প্রথমবার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বিশ্বকাপ শিরোপা নির্ধারণের সে ম্যাচে সুপার ওভারের নাটকীয় লড়াইয়ের পর জিতেছিল ইংল্যান্ড। সেই হারের কষ্ট নিউজিল্যান্ডের ক্রিকেটারদের জন্য হয়তো কখনো ভোলার নয়। অবশ্য হারের যন্ত্রণা হয়তো কিছুটা হলেও কমত গতকালের ম্যাচটি জিতলে। কিন্তু পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি২০-তে ইংল্যান্ডের কাছে ফের হারল কিউইরা। ক্রাইস্টচার্চে ইংলিশদের বিপক্ষে লড়াইটা খুব একটা জমাতে পারেনি নিউজিল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ৭ উইকেটে হার মানতে হয়েছে রানার্সআপদের। কিউইদের দেয়া ১৫৩ রানের লক্ষ্য ৯ বল আগেই টপকে যায় ইংলিশরা।

মাঝারি লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ৩৭ রানে ডেভিড মালানকে হারায় ইংল্যান্ড। মিচেল স্যান্টনারের বলে ইশ সোধির হাতে ক্যাচ দেন মালান (১১)। দলকে আরো কিছুদূর টেনে নেয় জনি বেয়ারস্টো ও ভিন্স জুটি। তবে ৬৮ রানে এ জুটি ভেঙে ফের কিউইদের ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন স্যান্টনার। ৩৫ রান করে বেয়ারস্টো ফিরলেও হাল ছাড়েননি ভিন্স। অধিনায়ক ইয়োন মরগানকে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। অবশ্য দলীয় ১২২ রানে স্যান্টনারের তৃতীয় শিকারে পরিণত হন ভিন্স। তবে ফেরার আগে ৫৯ রান করেন এ ব্যাটসম্যান। এরপর অবশ্য দলকে আর কোনো বিপদ হতে দেননি মরগান ও স্যাম বিলিংস। দুজন মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন