দেশের প্রতিটি উপজেলায় যুব ভবন নির্মাণ করা হবে —জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি মেহেরপুর

যুবকদের প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের প্রতিটি উপজেলায় যুব ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গতকাল দুপুরে মেহেরপুরের যুব ভবনেদক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে পালিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রতিটি যুব ভবনে যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব কর্নার, যুব বিনোদন কেন্দ্র থাকবে। এজন্য সরকার পাঁচতলাবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা করছে। এছাড়া যুবকদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

এদিকে, আলোচনা সভার আগে সকালে যুব দিবস উপলক্ষে শহরের পুলিশ লাইনসের সামনের সড়ক থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহম্মেদ ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডু প্রমুখ শোভাযাত্রায় অংশ নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন