মিশিগানে একটি ইঞ্জিন প্লান্ট বন্ধ করবে ফোর্ড

মিশিগানের রোমিওতে অবস্থিত নিজেদের একটি ইঞ্জিন প্লান্ট বন্ধের পরিকল্পনা করছে ফোর্ড মোটর কোম্পানি। ইউনাইটেড অটোমোবাইল ওয়ার্কার্সদের (ইউএডব্লিউ) সঙ্গে চার বছরমেয়াদি সম্ভাব্য নতুন এক চুক্তির পরিপ্রেক্ষিতে প্লান্টটি বন্ধ করতে যাচ্ছে ফোর্ড।

এ প্লান্ট থেকে বাদ পড়া কর্মীদের একটা অংশ চাইলে কোম্পানিটির নিকটস্থ ট্রান্সমিশন প্লান্ট বা বাইআউটে কাজ নিতে পারবেন বলে জানিয়েছেন বিষয়সংশ্লিষ্ট এক ব্যক্তি। এদিকে যুক্তরাষ্ট্রে ফোর্ড ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে ইউএডব্লিউ, যাতে শ্রমিক সংগঠনটির সাড়ে আট হাজারের বেশি কর্মীর কর্মসংস্থান হবে। তবে কবে নাগাদ প্লান্টটি বন্ধ হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ফোর্ড। এ বিষয়ে ফোর্ড বা ইউএডব্লিউ কেউ মন্তব্য করতে রাজি হয়নি।

প্রসঙ্গত, ইঞ্জিনের ক্ষমতা ও নতুন সরঞ্জাম বাড়াতে ২০১৭ সালের মার্চে রোমিও ইঞ্জিন প্লান্টটিতে ১৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল ফোর্ড কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন