মেকমাইট্রিপ ও ওয়োর বিরুদ্ধে তদন্তে ভারত

ভারতের হোটেল বুকিং জায়ান্টমেকমাইট্রিপ (এমএমটি)’ ও সফটব্যাংকের অর্থায়নে পরিচালিত চেইন হোটেল প্রতিষ্ঠানওয়োর বিরুদ্ধেঅ্যান্টি-ট্রাস্ট তদন্ত শুরু করছে দেশটির নিয়ন্ত্রকরা। জাপানভিত্তিক সফটব্যাংক স্টার্টআপ ব্যবসাপ্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করার জন্য পরিচিত হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক রাইডশেয়ারিং প্রতিষ্ঠানউবার ও অফিস-শেয়ারিং প্রতিষ্ঠানউইওয়ার্কে বিনিয়োগ থেকে মুনাফা করতে পারবে কিনা, তা নিয়ে ঝুঁকিতে রয়েছে ব্যাংকটি। তদুপরি ওয়ো ভারত সরকারের তদন্তের মুখে পড়ায় চাপ বাড়ল সফটব্যাংকের। অন্যদিকে দেশটির হোটেল শিল্প খাতের বিভিন্ন সংস্থা এমএমটির বিরুদ্ধে ওয়োর সঙ্গে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনায় তদন্ত শুরু করেছে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) এমএমটি ও ওয়োর যোগসাজশে দেশটির পর্যটন খাতে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এমএমটি ও ওয়োর বিরুদ্ধে তদন্তের আদেশ এরই মধ্যে পাস হয়েছে বলে জানিয়েছেন সিসিআইয়ের এক কর্মকর্তা        সূত্র: এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন