কর অঞ্চল বগুড়া

লক্ষ্যমাত্রার চেয়ে ৯ কোটি টাকা বেশি কর আদায়

বণিক বার্তা প্রতিনিধি বগুড়া

গত করবর্ষে লক্ষ্যমাত্রার চেয়ে কোটি টাকা বেশি কর আদায় করেছে কর অঞ্চল বগুড়া। অর্জন অব্যাহত রাখার জন্য চার জেলা নিয়ে গঠিত বগুড়া কর অঞ্চলে আয়করদাতা টিআইএনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

২০১৮-১৯ করবর্ষে আয়কর আদায়ে কর অঞ্চল বগুড়ার লক্ষ্যমাত্রা ছিল ৩৯৪ কোটি টাকা। সে লক্ষ্য ছাড়িয়ে আদায় হয়েছে ৪০৩ কোটি টাকা। জানা গেছে, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ গাইবান্ধা জেলা মিলে গঠিত কর অঞ্চল বগুড়া। কর অঞ্চল প্রতিষ্ঠাকালে টিআইএনধারীর সংখ্যা ৪৫ হাজার থাকলেও এখন তা বেড়ে হয়েছে দেড় লাখ।

কর অঞ্চল বগুড়ার কর্মকর্তারা জানান, ১৩ নভেম্বর অঞ্চলের ২৮ জন সেরা করদাতাকে সম্মাননা দেয়া হবে। চার ক্যাটাগরিতে চার জেলার সাতজন করে ২৮ জন সম্মাননা পাবেন। ক্যাটাগরিগুলো হচ্ছে সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা, দীর্ঘমেয়াদি কর প্রদানকারী, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা (মহিলা) তরুণ সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা।

কর অঞ্চল বগুড়া সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় টানা নবমবার সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা হলেন চেম্বার অব কমার্স সভাপতি এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদুর রহমান মিলন। তিনি গত করবর্ষের জন্যও দশমবারের মতো সম্মাননা পাবেন; যা সারা দেশের মধ্যে অনন্য নজির। তিনিসহ জেলায় আরো সম্মাননা পাবেন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা ঠিকাদার লিয়াকত আলী ব্যবসায়ী অশোক রায়, দীর্ঘমেয়াদি কর প্রদানকারী মরিয়ম বেগম কাহালুর ঠিকাদার ব্যবসায়ী আবুল মনসুর খাঁন, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা (মহিলা) এবিসি টাইলসের মোছা. জিনিয়া পারভিন, তরুণ সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা এবিসি টাইলসের আনোয়ার হোসেন। সিরাজগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা সালাউদ্দিন রনি, জান্নাত আরা হেনরী, শ্রী দীপক কুমার ঘোষ, দীর্ঘমেয়াদি কর প্রদানকারী দুলাল কুমার সাহা তপন কুমার দাস, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা (মহিলা) সাথী ঘোষ, তরুণ সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা মোস্তফা কামাল। গাইবান্ধা জেলা থেকে সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা আব্দুল লতিফ হক্কানী, সাইতুর রহমান, শাহ আহসান হাবিব, দীর্ঘমেয়াদি কর প্রদানকারী প্রবীর কুমার সাহা, খন্দকার মোস্তাক আহম্মেদ, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা (মহিলা) দিল আফরুজা বানু সুইটি, তরুণ সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা শরীফ মো. সুমন। জয়পুরহাট জেলা থেকে সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা স্বজন কুমার জাজোদিয়া, জাহিদ ইকবাল, নুরুল আমিন, দীর্ঘমেয়াদি কর প্রদানকারী বজলুর রশিদ মন্টু, এফএম ইকবাল হোসেন, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা (মহিলা) জান্নাতুল ফেরদৌসী রনি, তরুণ সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা মাহমুদুল হাসান মেহেদী। ১৩ নভেম্বর বগুড়ায় তাদের সম্মাননা দেয়া হবে। প্রতি জেলার তিনজন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা, দুজন দীর্ঘমেয়াদি কর প্রদানকারী, সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা (মহিলা) তরুণ সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতাকে সম্মাননা দেয়া হবে।

কর অঞ্চল বগুড়ার উপকর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) হাবিবুর রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দিকনির্দেশনায় গত করবর্ষে বগুড়া কর অঞ্চল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর আদায় করেছে। দেড় লাখ টিআইএনধারী রয়েছেন অঞ্চলে। টিআইএনধারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ১৪-১৭ নভেম্বর পর্যন্ত বগুড়ায় আয়কর মেলা হবে। মেলায় টিআইএনধারীর সংখ্যা বাড়বে। নতুন টিআইএনধারীরা আয়কর ফাইলও খুলবেন বলে তিনি প্রত্যাশা করেন।

জেলায় টানা নবমবার সর্বোচ্চ আয়কর প্রদানকারী মাসুদুর রহমান মিলন বলেন, ১৯৯৬ সালে ব্যবসা শুরু করে, সেই থেকে অদ্যাবধি কর দিয়ে আসছি। উন্নয়ন এগিয়ে নিতে সবাইকে কর দিতে হবে।

গত করবর্ষসহ ২৩ বছরে তিনি ২৬ কোটি ২৪ লাখ ৩৪

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন