মিরসরাইয়ে বসুন্ধরা গ্রুপের আয়োজনে নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

বণিক বার্তা প্রতিনিধি মিরসরাই

মিরসরাইয়ে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা সিমেন্ট আয়োজিত নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর উপজেলার জোরারগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারেশৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদানশীর্ষক কর্মশালায় উপজেলার শতাধিক ঠিকাদার রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন।

বসুন্ধরা সিমেন্টের চট্টগ্রাম উত্তরের এরিয়া ম্যানেজার মো. মামুন খানের সঞ্চালনায় বসুন্ধরা সিমেন্টের ডিলার বারইয়ারহাট মক্কা স্টিল করপোরেশনের স্বত্বাধিকারী মনসুর আহমেদ মুজিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের চট্টগ্রাম উইং হেড মোহাম্মদ আলী খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার সহকারী প্রকৌশলী সমর মজুমদার, বসুন্ধরা সিমেন্টের চট্টগ্রাম জেলা বিক্রয় কর্মকর্তা এসএম মামুন চৌধুরী, প্রকৌশলী মোশাররফ হোসেন, ঠিকাদার ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী খান বলেন, বাংলাদেশের মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বড় প্রকল্পগুলো নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার হচ্ছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহর অংশে ছয় লেনবিশিষ্ট ফ্লাইওভারও বসুন্ধরা সিমেন্ট দিয়ে নির্মিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন