ইউল্যাব ছায়া জাতিসংঘ অধিবেশনের উদ্বোধন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ইউল্যাব-এমইউএনএ) আয়োজিত দ্বিতীয়বারের মতো শুরু হলোইউল্যাব ছায়া জাতিসংঘ অধিবেশন ২০১৯ গতকাল ধানমন্ডিতে অবস্থিত ইউল্যাব মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এবারের আয়োজনের আলোচ্য বিষয় ছিল গুড গভার্ন্যান্স এজ টুল অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ এন্টারপ্রাইজ সোসাইটির প্রেসিডেন্ট হুমায়ুন কবির।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক . সামসাদ মর্তুজা। ইউল্যাব ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান সময় উপস্থিত ছিলেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাব মুন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজের প্রভাষক আব্দুল ওয়াহিদ। ইউল্যাব-এমইউএনের প্রতিষ্ঠাতা সভাপতি মহাসচিব কাজি রায়হানুল বারি স্বাগত বক্তব্য দেন।

তিন দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী, বিভিন্ন রাষ্ট্রের ছায়া প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করেছেন। অধিবেশন চলবে নভেম্বর পর্যন্ত।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন