২০১৯-২০ উৎপাদন বর্ষ

উগান্ডার কফি রফতানি বাড়তে পারে ১৬ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

উগান্ডায় কফি উৎপাদনের অনুকূল আবহাওয়া বিরাজ করছে। কারণে চলতি উৎপাদন বর্ষে দেশটিতে কফি উৎপাদনে চাঙ্গা ভাব বজায় থাকতে পারে। উৎপাদন বৃদ্ধির প্রভাবে এবার দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানি বাড়বে বলে প্রত্যাশা করছেন খাতসংশ্লিষ্টরা। উগান্ডা কফি  ডেভেলপমেন্ট অথরিটি (ইউসিডিএ) সম্প্রতি জানায়, দেশটি থেকে এবার গত বছরের তুলনায় কফি রফতানি বাড়তে পারে ১৬ শতাংশ। খবর রয়টার্স।

চলতি মাস থেকে উগান্ডায় শুরু হয়েছে ২০১৯-২০ কফি উৎপাদন বর্ষ। চলবে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত। ইউসিডিএর তথ্য অনুযায়ী, চলতি উৎপাদন বর্ষে দেশটি সব মিলিয়ে ৫১ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানির প্রত্যাশা করছে। আগের উৎপাদন বর্ষে রফতানির পরিমাণ ছিল ৪৪ লাখ ব্যাগ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পানীয় পণ্যটির রফতানি বাড়তে পারে সাত লাখ ব্যাগ।

ইথিওপিয়ার পর আফ্রিকার শীর্ষ কফি উৎপাদনকারী দেশ উগান্ডা। চলতি বছরের জুনে দেশটি স্বর্ণ রফতানিতে প্রথবারের মতো ১০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় করে। এর আগ পর্যন্ত কফি ছিল দেশটির একক বৃহত্তম রফতানি পণ্য।

ইউসিডিএর মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজার জেমস কিজিটো মায়ানজা বলেন, গত উৎপাদন বর্ষে উগান্ডার কফি উৎপাদন রফতানিতে চাঙ্গা ভাব বজায় ছিল। অনুকূল আবহাওয়ার কারণে এবার আরো বেশি ফলন প্রত্যাশা করছে দেশটি।

তবে ভারি বৃষ্টিপাতের জেরে এবার দেশটিতে কফির বাম্পার ফলন হলেও মাত্রাতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় পানীয় পণ্যটির সংগ্রহ শুকানোর প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এতে মানহীন কফির উৎপাদন বাড়তে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন