রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করল টুইটার

বণিক বার্তা ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাজনৈতিক বার্তা ছড়িয়ে বিভিন্ন দেশের নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ বেশ পুরনো। অভিযোগ থেকে মুক্তি পেতে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে টুইটার। প্রতিষ্ঠানটির সিইও জ্যাক ডরসি এক টুইটে জানিয়েছেন, এখন থেকে যেকোনো ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকবে টুইটার। খবর বিবিসি রয়টার্স।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রাক্কালে রাজনৈতিক বিতর্ক এড়াতে টুইটারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২২ নভেম্বর থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। ১৫ নভেম্বর বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে টুইটার।

এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ এক ঘোষণায় রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের পক্ষে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তবে অর্থের বিনিময়ে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে চীনভিত্তিক জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। তবে যেকোনো রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা প্রার্থী চাইলে ব্যক্তিগত কিংবা দলীয় অ্যাকাউন্ট থেকে টিকটকে নির্বাচনী ভিডিও শেয়ার দিতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন