আসছে সাশ্রয়ী মটো ই৬ প্লাস

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আসছে মটোরোলার নতুন বাজেট ফোনমটোরোলা ই৬ প্লাস দশমিক ইঞ্চির ওয়াটারড্রপ ডিসপ্লের ডিভাইসটিতে রয়েছে হেলিও পি অক্টা-কোর প্রসেসর। দেশের বাজারে ডিভাইসটির দাম ধরা হতে পারে ১৬ হাজার টাকা।

বাংলাদেশে মটোরোলার পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (টেলিকম বিজনেস) সাকিব আরাফাত বলেন, ‘মান, ডিজাইন প্রযুক্তির দিক থেকে মটোরোলার স্মার্টফোন বাজারে ভালো সাড়া ফেলেছে। আশা করছি, নতুন বাজেট ফোনটিও গ্রাহকদের মাঝে ভালো সাড়া ফেলবে।

গিগাহার্টজের হেলিও পি অক্টা-কোর প্রসেসরসংবলিত গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৬৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। ডিভাইসটিতে র্যাম বেশি থাকায় স্মার্টফোন প্রেমীরা গেমিংয়ে ভালো অভিজ্ঞতা পাবেন। এর স্ক্রিন টু বডি রেশিও ৮০ শতাংশ। ডিভাইসটির ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে। এতে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার এবং মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন