২৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ

কম্পিউটিং ডিভাইস হিসেবে ল্যাপটপ এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। কম্পিউটার নির্মাতারা এন্টারপ্রাইজ গ্রাহকদের কথা বিবেচনা করে ডেস্কটপের পাশাপাশি ল্যাপটপ কম্পিউটার আরো উন্নত করতে কাজ করছে। দেশের বাজারে ২৫ হাজার টাকা বা তারও কম দামে লেনোভো, এসার দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এমন কয়েকটি ল্যাপটপের কনফিগারেশন দাম নিয়ে আজকের আয়োজন

ওয়ালটন ডব্লিউপিআর১৪ এন৩৩বিএল

 

ওয়ালটনের প্রিলুড সিরিজের ল্যাপটপে ১৩৬৬৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৪ দশমিক ইঞ্চি এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দশমিক গিগাহার্টজের ইন্টেল অ্যাপোলো লেক এন ৩৩৫০ প্রসেসরসংবলিত গিগাবাইট ডিডিআর৩ র্যামের ল্যাপটপটিতে টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। বাংলা ফন্টযুক্ত -ফোর সাইজের মাল্টি-ল্যাংগুয়েজ কি-বোর্ডসংবলিত ল্যাপটপে কানেক্টিভিটির জন্য ইউএসবি . . পোর্ট, ব্লুটুথ, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই পোর্ট, হেডফোন মাইক্রোফোন জ্যাক আছে। জেনুইন উইন্ডোজ সফটওয়্যারচালিত ১৯ হাজার ৯৯০ টাকা দামের ল্যাপটপে দুই বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

ওয়ালটন ডব্লিউপিআর১৪ এন৩৪জিএল

 

ওয়ালটনের প্রিলুড সিরিজের ল্যাপটপে ১৩৬৬৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৪ দশমিক ইঞ্চি এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দশমিক গিগাহার্টজের ইন্টেল অ্যাপোলো লেক এন ৩৪৫০ প্রসেসরসংবলিত গিগাবাইট ডিডিআর৩ র্যামের ল্যাপটপটিতে টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। বাংলা ফন্টযুক্ত -ফোর সাইজের মাল্টি-ল্যাংগুয়েজ কি-বোর্ডসংবলিত ল্যাপটপে কানেক্টিভিটির জন্য ইউএসবি . . পোর্ট, ব্লুটুথ, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই পোর্ট, হেডফোন মাইক্রোফোন জ্যাক আছে। জেনুইন উইন্ডোজ সফটওয়্যারচালিত ২১ হাজার ৯০০ টাকা দামের ল্যাপটপে দুই বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

আই-লাইফ জিইডিএয়ার

 

মার্কিন ব্র্যান্ড আই-লাইফের জিইডিএয়ার ল্যাপটপে ১৩৬৬৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। দশমিক গিগাহার্টজের ইন্টেল এটম কোয়াড-কোর প্রসেসরসংবলিত গিগাবাইট ডিডিআর৩ র্যামের ল্যাপটপটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রয়েছে। ইন্টেল এইচডি গ্রাফিকসসংবলিত ল্যাপটপে কানেক্টিভিটির জন্য আছে কার্ড-রিডার, ওয়াই-ফাই, ব্লুটুথ, মিনি এইচডিএমআই পোর্ট, ইউএসবি ., . মিলিমিটার মিনি জ্যাক রয়েছে। উইন্ডোজ ১০ হোমচালিত ল্যাপটপটির দাম ১৮ হাজার টাকা।

লেনোভো আইপি৩৩০

 

লেনোভোর ল্যাপটপে ১৩৬৬৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৫ দশমিক ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে ব্যবহূত হয়েছে। দশমিক গিগাহার্টজের ইন্টেল সিডিসি এন৪০০০ প্রসেসরসংবলিত গিগাবাইট ডিডিআর৪ র্যামের ল্যাপটপটিতে টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। শেয়ারড গ্রাফিকসসংবলিত ল্যাপটপে কানেক্টিভিটির জন্য আছে ল্যান, ওয়েবক্যাম, কার্ড-রিডার, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি . .০। ২৫ হাজার টাকা দামের ল্যাপটপটিতে বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

এসার এস্পায়ার ৩এ৩১৫

 

এসার ব্র্যান্ডের ল্যাপটপে ১৩৬৬৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৫ দশমিক ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে ব্যবহূত হয়েছে। দশমিক গিগাহার্টজের এএমডি ডুয়াল-কোর প্রসেসরসংবলিত গিগাবাইট ডিডিআর৪ র্যামের ল্যাপটপটিতে টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। শেয়ারড গ্রাফিকসসংবলিত ল্যাপটপে কানেক্টিভিটির জন্য অডিও এইচডিএমআই পোর্ট, ল্যান, ওয়েবক্যাম, কার্ড-রিডার, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি . .০। ২৫ হাজার টাকা দামের ল্যাপটপটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন