রাজধানীতে আর্কিটেকচার অব বাংলাদেশ শীর্ষক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

এশিয়ার স্থপতিদের বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলনআর্কএশিয়া ফোরাম-২০ ঢাকা-১৯অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। পাঁচ দিনব্যাপী সম্মেলন শুরু হবে নভেম্বর। সম্মেলনের অংশ হিসেবে গতকাল শুরু হয়েছে আর্কিটেকচার অব বাংলাদেশ শীর্ষক প্রদর্শনী। আর্কএশিয়া ফোরাম-২০ আয়োজনের দায়িত্বে রয়েছে স্থপতিদের জাতীয় সংগঠন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)

আয়োজক সূত্রে জানা গেছে, প্রদর্শনীটি চলছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ গুলশানের শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্কে (সাবেক ওয়ান্ডারল্যান্ড) চলবে নভেম্বর পর্যন্ত। সম্মেলনের অংশ হিসেবে আরো কয়েকটি প্রদর্শনী রয়েছে। এর মধ্যে থেকে নভেম্বর অনুষ্ঠিত হবে আইএবি বিল্ড এক্সপো ২০১৯, আর্কএশিয়া আগাখান স্থাপত্য পুরস্কারপ্রাপ্ত ডিজাইন প্রদর্শনী, স্থাপত্যবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী সোস্যাল রেসপনসিবিলিটি এবং গ্রিন অ্যান্ড সাসটেইনেবল আর্কিটেকচারশীর্ষক প্রদর্শনী। এসব আয়োজনের ভেনু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন