ষষ্ঠ দল হিসেবে টি২০ বিশ্বকাপে ওমান

বুধবার বাঁচা-মরার ম্যাচে হংকংকে ১২ রানে হারিয়ে ষষ্ঠ দল হিসেবে ২০২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ওমান। সংযুক্ত আরব আমিরাতে চলমান বাছাই টুর্নামেন্টে ওমানের আগে বিশ্বকাপের টিকিট পায় পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া স্কটল্যান্ড।

বাছাই পর্ব থেকে উত্তীর্ণ ছয়টি দল আগামী বছর বিশ্বকাপের প্রথম রাউন্ডে যোগ দেবে র্যাংকিংয়ের ১০ নম্বর দল শ্রীলংকা বাংলাদেশের সঙ্গে। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সুপার-১২ পর্বে উত্তীর্ণ হবে, যা কিনা ২০২০ সালের টি২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব।

বাছাই পর্ব থেকে ছয় দল চূড়ান্ত হলেও এখন বাকি রয়েছে শ্রেষ্ঠত্বের লড়াই। আজ সেমিফাইনালে লড়বে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস পিএনজি-নামিবিয়া। আগামীকাল দুবাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বাছাই টুর্নামেন্টের।

প্লে-অফে দু-দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিক আরব আমিরাত। প্রথম প্লে-অফে তারা হেরেছে নেদারল্যান্ডসের কাছে, দ্বিতীয়টিতে তাদের হারায় ইউরোপের আরেক দেশ স্কটল্যান্ড। সেমিফাইনাল ফাইনালে এখন তারা শুধুই দর্শক। এএফপি, ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন