নিষেধাজ্ঞা শেষে ইলিশে সয়লাব বরিশালের পোর্ট রোড

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। নিষেধাজ্ঞা চলাকালীন স্বাভাবিকভাবেই বরিশাল নগরীর পোর্ট রোডের মাছের বাজারে ইলিশের দেখা মেলেনি। তবে নিষেধাজ্ঞার পরদিন গতকাল ভোর থেকেই বাজারে প্রচুর পরিমাণে ইলিশ নিয়ে আসতে থাকেন জেলে পাইকারি ব্যবসায়ীরা।

গতকাল সরেজমিন দেখা যায়, পোর্ট রোডের মাছের পাইকারি বাজার ইলিশে সয়লাব হয়ে গেছে। ভোরেই বরিশালের বিভিন্ন স্থান থেকে আসতে থাকে প্রচুর ইলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মাছের পরিমাণ ব্যবসায়ীদের হাঁক-ডাক।

পাইকারি ব্যবসায়ীরা জানান, প্রজনন মৌসুম ঘিরে নদী সাগরে ইলিশ শিকারে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষে গত ৩০ অক্টোবর রাত ১২টা থেকেই জেলেরা ইলিশ শিকারের জন্য নদী সাগরে নামেন। এখনো সাগরের মাছ অবতরণ কেন্দ্রগুলোয় আসেনি, যা এসেছে সব নদীর ইলিশ।

মত্স্য ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, নিষেধাজ্ঞার পর প্রথম দিনে এত ইলিশ ধরা পড়ায় জেলেদের পাশাপাশি ব্যবসায়ীরাও খুশি। তবে সাগর থেকে ধরা ইলিশ বাজারে আসতে কয়েক দিন সময় লাগবে। নদী সাগরের ইলিশ যখন একসঙ্গে আসতে শুরু করবে, তখন ইলিশের দামও কমে যাবে।

আরো কয়েকজন ব্যবসায়ী জানান, গতকাল বাজারে আসা ইলিশগুলোর আকার বেশ ভালো। গতকাল ৬০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ পাইকারি প্রতি মণ ২৪-২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে এক কেজি ওজনের ইলিশের মণ ৩০ হাজার টাকা হাজার ২০০ গ্রামের বেশি ওজনের ইলিশ প্রতি মণ ৩৫-৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জেলা মত্স্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, নদীতে প্রচুর মাছ থাকায় জেলেরা অল্প সময়ের মধ্যেই অনেক ইলিশ ধরতে পেরেছেন। ইলিশের সরবরাহ বেশি থাকায় দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।

এদিকে নিষেধাজ্ঞার ২২ দিনে মত্স্য বিভাগের নেতৃত্বে অভিযানে বরিশাল বিভাগে হাজার ৪০০ জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযানে সহায়তা করেছে জেলা উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব, কোস্টগার্ড নৌবাহিনী। মত্স্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, -৩০ অক্টোবর পর্যন্ত বিভাগের ছয় জেলায় ধারাবাহিকভাবে মোট হাজার ৫৩৮টি অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি হাজার ৭১টি ভ্রাম্যমাণ আদালতে হাজার ৭৫১টি মামলা হয়েছে। অভিযানে আটককৃতদের কাছ থেকে মোট ৪৪ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি হাজার ৪৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া জব্দ করা হয়ছে ৮৯ লাখ ৬৯ হাজার মিটার কারেন্ট জাল ১৯ টন ইলিশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন