দুই বন্ড প্রস্তাবনায় বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

পূবালী ব্যাংক লিমিটেড ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের বন্ড ইস্যু প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির ৭০৩তম কমিশন সভায় অনুমোদন দেয়া হয়েছে।

পূবালী ব্যাংকের ৭৫০ কোটি টাকার নন-কনভার্টিবল সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেটেড বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে। বন্ড আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট বডি, ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানিসহ যেকোনো যোগ্য ব্যক্তির কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে কোটি ৫০ লাখ টাকা। বন্ডের ট্রাস্টি হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বন্ড ইস্যুর মাধ্যমে পূবালী ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ উত্তোলন করে নিজেদের টিয়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

এদিকে ইউনাইটেড ফিন্যান্সের নন-কনভার্টিবল জিরো কুপন বন্ডের আকার হবে ১০০ কোটি টাকা। মেয়াদি বন্ড চার বছরে পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী উচ্চ সম্পদধারী ব্যক্তিদের কাছে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ২৫ লাখ টাকা। এর ট্রাস্টি হিসেবে কাজ করবে এমটিবিএল ক্যাপিটাল লিমিটেড। ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন