এলআর গ্লোবালকে বিজিআইসির চিঠি

তালিকাবহির্ভূত সিকিউরিটিজে বিনিয়োগের আগে ট্রাস্টিকে জানাতে হবে

নিজস্ব প্রতিবেদক

সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে ভবিষ্যতে যেকোনো ধরনের তালিকাবহির্ভূত সিকিউরিটিজে বিনিয়োগের আগে বিষয়ে অবহিত করার জন্য চিঠি দিয়েছে ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেড। পাশাপাশি মেয়াদি ডিবিএইচ ফার্স্ট গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালকে সরিয়ে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে নতুন সম্পদ ব্যবস্থাপক হিসেবে নিয়োগের জন্য দুই-তৃতীয়াংশের বেশি ইউনিটহোল্ডারের দাবির বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়েছে বিজিআইসি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের উদ্যোগ নেবে ট্রাস্টি।

জানতে চাইলে বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরী বণিক বার্তাকে বলেন, ট্রাস্টি হিসেবে ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষা করা আমাদের দায়িত্ব। ফলে ফান্ডের অর্থ কোথায় বিনিয়োগ করা হবে, সেটি একান্তই সম্পদ ব্যবস্থাপকের এখতিয়ার হওয়া সত্ত্বেও আমরা এলআর গ্লোবালকে ভবিষ্যতে যেকোনো ধরনের তালিকাবহির্ভূত সিকিউরিটিজে বিনিয়োগের আগে আমাদের অবহিত করার জন্য চিঠি দিয়েছি। পাশাপাশি ডিবিএইচ ফার্স্ট গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনে বিষয়ে কমিশনের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে আমরা সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের উদ্যোগ নেব। কমিশনের অনুমোদন পেলে এক্ষেত্রে ইউনিটহোল্ডারদের সভা আহ্বানের প্রয়োজন হবে না বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন