অবৈধ সম্পদ অর্জন

‘ক্যাসিনো সেলিমকে’ ১০ দিনের রিমান্ডে চায় দুদক

বণিক বার্তা অনলাইন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো পরিচালনাকারী সেলিম প্রধান ওরফে ক্যাসিনো সেলিমকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান এ রিমান্ড আবেদন করেন।

একই কর্মকর্তা গত ২৮ অক্টোবর মামলাটিতে এ আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেছেন।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন উভয় আবেদনের শুনানি কারাগারে থাকা ওই আসামির উপস্থিতিতে আগামী ৩ নভেম্বর ঠিক করেছেন।

এর আগে গত ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের একই কর্মকর্তা ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে এ মামলা দায়ের করেন।

সেলিম প্রধানকে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র‌্যাব-১। এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালানো হয়। 

অভিযানে নগদ ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। একই সঙ্গে হরিণের চামড়া পাওয়া যাওয়ায় ওইদিনই সেলিম প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানিলন্ডারিং আইনে দুটি মামলা করে র‌্যাব। ওই মামলাগুলোয় তাকে কয়েকদফা রিমান্ডে নেয়া হয়।

সেলিম প্রধানের সঙ্গে আর্থিক খাতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তার জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসে বিভিন্ন ব্যাংকের চেক বই ছাপা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সার্টিফিকেট ও অফিসের নথিপত্রও ছাপানো হয়। তার এই প্রতিষ্ঠান রূপালী ব্যাংকের শীর্ষ ঋণখেলাপির একটি। ২০১৮ সালে ঋণটি পুনঃতফসিল করা হয়। সেলিমের কাছে ব্যাংকের পাওনা প্রায় ১০০ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন