মণিপুরের স্বাধীনতা ঘোষণা দুই যুক্তরাজ্য প্রবাসীর

বণিক বার্তা ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের স্বাধীনতা ঘোষণা করেছেন সেখানকার দুই বিচ্ছিন্নতাবাদী নেতা। সাবেক মহারাজা লেইসেম্বা সানাজাওবার পক্ষে মঙ্গলবার লন্ডনে প্রবাসী সরকার গঠন স্বাধীনতার ঘোষণা দেন তারা। তবে এর সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে লেইসেম্বা সানাজাওবা বলছেন, ঘটনায় তিনি নিজেও হতভম্ব। খবর দ্য হিন্দু হিন্দুস্তান টাইমস।

মণিপুরের পক্ষে স্বাধীনতা ঘোষণাকারী ওই দুই ব্যক্তির নাম ইয়াম্বেন বীরেন নরেংবাম সমরজিৎ। তাদের মধ্যে ইয়াম্বেন বীরেন নিজেকে প্রবাসী সরকার মণিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করছেন। অন্যদিকে নরেংবাম সমরজিৎ নিজেকে দাবি করছেন কাউন্সিলের পররাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী হিসেবে। সংবাদ সম্মেলনে তারা বলেন, মণিপুরের মহারাজার পক্ষে তারা প্রবাসী সরকার গঠন করেছেন।

বিষয়ে লন্ডনে নিযুক্ত ভারতীয় দূতাবাস থেকে তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে ইয়াম্বেন বীরেন নরেংবাম সমরজিৎ নিজেদের যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত বলে দাবি করেন। চলতি বছরের আগস্টেই রাজনৈতিক আশ্রয় পেয়েছেন তারা। সংবাদ সম্মেলনে তারা বলেন, মণিপুরের বৈধ সরকার সেখান থেকে লন্ডনে স্থানান্তরিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা মনে করি আন্তর্জাতিক মহলের সামনে স্বাধীন মণিপুরের সরকার গঠনের কথা প্রকাশ্যে ঘোষণার এবং স্বীকৃতি দাবির এটাই উপযুক্ত সময়। জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আমরা মণিপুরের বিধিসম্মত প্রবাসী সরকারকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন