রাইডশেয়ার ১২ কোম্পানিকে চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সেলফোন অ্যাপভিত্তিক ১২টি রাইডশেয়ার কোম্পানিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এখন থেকে এসব কোম্পানির কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে সংস্থাটি তবে চূড়ান্ত অনুমোদন পেলেও রাইডশেয়ার কোম্পানি হিসেবে এখন পর্যন্ত ছয়টি কোম্পানিরাইডশেয়ার এনলিস্টমেন্ট সার্টিফিকেটপায়নি তাদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ার কোম্পানি পাঠাও, উবারও রয়েছে

বিআরটিএর কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া রাইডশেয়ার কোম্পানিগুলো হলো পিকমি লিমিটেড, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেড, ওভাই সলিশনস লিমিটেড, পাঠাও লিমিটেড, ইজিয়ার টেকনোলজিস লিমিটেড, আকাশ টেকনোলজি লিমিটেড, সেজেস্টো লিমিটেড, সহজ লিমিটেড, উবার বাংলাদেশ লিমিটেড, বাডি লিমিটেড, চালডাল লিমিটেড আকিজ অনলাইন লিমিটেড

চূড়ান্ত অনুমোদন পাওয়া প্রতিটি রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশনে (সেলফোন অ্যাপ) ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন অনুযায়ী সর্বোচ্চ ভাড়ার বিষয়টি যাচাই করে অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএর কর্মকর্তারা

চূড়ান্ত অনুমোদন পেলেও উবার, পাঠাওসহ ছয়টি কোম্পানিকে এনলিস্টমেন্ট সনদ দেয়নি বিআরটিএ রাইডশেয়ার নীতিমালা অনুযায়ী, ঢাকায় কোনো রাইডশেয়ার কোম্পানির কার্যক্রম পরিচালনা করতে হলে সেই কোম্পানিকে ন্যূনতম ১০০টি মোটরযানের সঙ্গে চুক্তিবদ্ধ থাকতে হবে চূড়ান্ত অনুমোদন পাওয়া যেসব কোম্পানি এখনো এনলিস্টমেন্ট সনদ পায়নি, সেগুলো ১০০টি মোটরযানের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার প্রয়োজনীয় কাগজপত্র বিআরটিএর কাছে দিতে পারেনি

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৫ জানুয়ারি রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭ অনুমোদন করে সরকার কার্যকর হয় একই বছরের মার্চ থেকে নীতিমালা প্রণয়নের দীর্ঘ ১৮ মাস পর গত জুলাই রাইডশেয়ার কোম্পানিগুলোকে নিবন্ধন দিতে শুরু করে বিআরটিএ

প্রথমে রাইডশেয়ার প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সরাসরি আবেদনপত্র গ্রহণ করেছিল বিআরটিএ সে প্রক্রিয়ায় সব মিলিয়ে ১৬টি কোম্পানি এনলিস্টমেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিল পরবর্তী সময় সিদ্ধান্ত হয়, আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইনের মাধ্যমে করা হবে এর পরিপ্রেক্ষিতে অনলাইনে কোম্পানিগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয় জুলাই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন