মা ইলিশ রক্ষা অভিযান

রাজবাড়ীতে মত্স্য অফিসের দুই কর্মচারীসহ আটক ৫৩

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

 রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় শেষ দিনের অভিযানে জেলা মত্স্য অফিসের দুই কর্মচারীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে সময় বিপুল পরিমাণ ইলিশ মাছ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় জেলা মত্স্য অফিসের দুই কর্মচারী হলেন অফিস সহায়ক সরোয়ার হোসেন অশোক কুমার দাস

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরিফ জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় মত্স্য অফিসের দুই কর্মচারীকে আটক করা হয় সময় তাদের কাছে থাকা দুটি কালো ব্যাগের মধ্য থেকে ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

এদিকে জেলা মত্স্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, গত মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর কালুখালী থেকে গোদার বাজার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন মত্স্য বিভাগ সময় ৫১ জেলেকে আটক করা হয়

পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে হাজার টাকা করে জরিমানা করেন আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস মাছ এতিমখানায় দেয়ার নির্দেশ দেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন