বকেয়া পরিশোধের দাবি

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বণিক বার্তা প্রতিনিধি শ্রীপুর

 গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন পোশাক শ্রমিকরা গতকাল সকালে কর্মসূচি পালন করেন শ্রীপুরের দ্য ওয়েলটেক্স গ্রুপের আদিব ডায়িং কারখানার শ্রমিকরা

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই আদিব ডায়িং কারখানার পাঁচ শতাধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পরে তারা একটি মিছিল নিয়ে বের হন মিছিলটি উপজেলার মুলাইদ এলাকা থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তা ঘুরে কারখানার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত যাবতীয় বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে কারখানা খুলে দেয়ার দাবি জানান তারা

এদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা

কারখানার শ্রমিক রাতুল, অনিক জামান জানান, আগস্ট, সেপ্টেম্বর অক্টোবরের বেতন ওভার টাইমের টাকা বকেয়া আছে বকেয়া বেতন-ভাতার দাবিতে কয়েক মাস ধরে আমরা আন্দোলন করে আসছি কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের কথায় কোনো কর্ণপাত না করে অক্টোবরের মাঝামাঝি সময়ে এসে নোটিস ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করে 

ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন