কুষ্টিয়ায় কৃষক হত্যায় দুজনের যাবজ্জীবন

বণিক বার্তা প্রতিনিধি কুষ্টিয়া

 কুষ্টিয়ায় কৃষক হত্যায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে গতকাল কুষ্টিয়া জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী রায় ঘোষণা করেন

দণ্ডপ্রাপ্তরা হলেন কামাল হোসেন কামরুল ইসলাম রায় ঘোষণাকালে কামরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি কোরবান আলী, আকলিমা খাতুন  রূপালী খাতুনকে খালাস দেয়া হয়েছে

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের জুলাই রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ইশালমারী গ্রামে কৃষক মিরাজুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন আসামিরা ঘটনায় নিহতের স্ত্রী পরদিন পাঁচজনের নাম উল্লেখ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী মামলার রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন