কৃষকের সঙ্গে ছবি তুলে ফেসবুক কাঁপানো কর্মকর্তা চাই না: খাদ্যমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি দিনাজপুর

 কৃষকদের সঙ্গে দু-চারটি ছবি তুলে ফেসবুক কাঁপানো কর্মকর্তাদের প্রয়োজন খাদ্য মন্ত্রণালয়ে নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গতকাল বেলা সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে আসন্ন আমন সংগ্রহ ২০১৯-২০ কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্য কর্মকর্তাদের মনে যদি পোকা না থাকে, তাহলে খাদ্যগুদামের চালে কখনো পোকা ধরবে না আমি খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে চাই খাদ্য বিভাগের অনেক কর্মকর্তাই আছেন, যারা বিভিন্ন জায়গায় গিয়ে দু-চারজন কৃষকের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়ে মাঠ কাঁপাতে চান এমন কর্মকর্তা-কর্মচারী আমি খাদ্য মন্ত্রণালয়ে চাই না দরকার হয় সরকার খাদ্য বিভাগের ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের খাদ্য বিভাগ থেকে বিতাড়িত করবে

তিনি বলেন, দিনাজপুরকে খাদ্যশস্যের ভাণ্ডার বলা হয় দিনাজপুরে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ধরনের চাষাবাদ হয় কিন্তু বর্তমানে সারা দেশেই গমের চাষ কমে যাচ্ছে আমাদের গমের চাষ বাড়াতে হবে সেই সঙ্গে চাল সংরক্ষণের জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতি চলছে আমরা যাতে বিদেশে চাল রফতানি করতে পারি, সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে

খাদ্যমন্ত্রী বলেন, আগে যেসব জায়গায় ধান উৎপাদন হতো না, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেই সব জমিতে ধান উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছে কৃষকদের কষ্ট লাঘবে সরকার ধানের বিভিন্ন জাত উদ্ভাবন করছে দেশে বর্তমানে ১৫ লাখ টন চাল মজুদ রয়েছে

মতবিনিময় সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) . মোছা. নাজমানারা খানম, পরিচালক (সংগ্রহ) জুলফিকার রহমান, রংপুরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন