স্পন্সরদের পাশে পাচ্ছেন সাকিব

হাসনাত শোয়েব

 ছলছল চোখে মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমের সামনে হাজির হন সাকিব আল হাসান এর আগেই অবশ্য আইসিসির পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে সাকিবের নিষেধাজ্ঞার বিষয়টি জুয়াড়ির প্রস্তাব পেয়ে তা গোপন করায় শাস্তি সাকিবও সংবাদমাধ্যমের সামনে মাথা পেতে নেন আইসিসির দেয়া শাস্তি সেই সঙ্গে সবাইকে আহ্বান জানান তার পাশে থাকার সময় তার সঙ্গে উপস্থিত থাকা বিসিবি সভাপতিও জানান, বিসিবিও সাকিবের পাশে থাকবে এবং তাকে সব ধরনের সহযোগিতা দেবে তবে চাইলেও অনেক ক্ষেত্রে সাকিবকে হয়তো পূর্ণ সহায়তা দেয়া সম্ভব হবে না বিসিবির সেক্ষেত্রে আইসিসির নিয়মনীতির বিষয়গুলোও বাধা হয়ে সামনে দাঁড়াবে যেখানে সবার আগে আলোচনায় আসে কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের থাকা, না থাকার বিষয়টি এছাড়া সাকিব বিভিন্ন পণ্যের সংস্থার দূত হিসেবেও কাজ করছেন তবে টেলিকম বাদে অন্যগুলোয় কিছু করার নেই বলেও জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে

এদিকে আইসিসির নিষেধাজ্ঞার পর বোর্ডের সঙ্গে সাকিবের চুক্তি এমনিতেই বিলুপ্ত হওয়ার কথা পাশাপাশি সাকিব আগামী এক বছর ক্রিকেট থেকে দূরে থাকবেন সেদিক বিবেচনায় বোর্ডের সঙ্গে তার চুক্তিও রদ হয়ে যাওয়ার কথা কেন্দ্রীয় চুক্তিতে সাকিব বর্তমানে শীর্ষ গ্রেডের খেলোয়াড় হিসেবে মাসে লাখ টাকা পেয়ে থাকেন চুক্তির বিষয়ে জানতে চাইলে বিসিবির পরিচালক মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বণিক বার্তাকে জানান, চুক্তির ব্যাপারটি আইসিসির সঙ্গে সাংঘর্ষিক কিনা আমরা দেখব কারণ কী কী করতে পারব এবং কী কী করতে পারব না, রকম কিছু নির্দেশনা আছে ওগুলো আমরা দেখব ওইটা দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে

অবশ্য সবদিক বিবেচনায় সাকিবের কেন্দ্রীয় চুক্তিতে টিকে থাকার সম্ভাবনা এক রকম নেই বললেই চলে তবে তিনি দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও আলাদা করে ট্রেনিংয়ের সুবিধা পাবেন বিসিবির কাছ থেকে

তবে বেশকিছু বিষয়ে বিসিবির অবস্থান নমনীয় হলেও টেলিকম চুক্তি নিয়ে সৃষ্ট জটিলতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগের অবস্থানেই থাকছে সেক্ষেত্রে কোনো ধরনের ছাড় পাচ্ছেন না নিষিদ্ধ সাকিব বিষয়ে জালাল ইউনুস বলেন, আমরা আমাদের অবস্থানে আছি টেলিকমের চুক্তি সে করতে পারে না সে অবস্থানেই আছি আমরা

এদিকে সাকিবের সঙ্গে চুক্তির ব্যাপারে টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানিটির শীর্ষ এক কর্মকর্তা জানান, বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই

তবে সাকিবের অন্যান্য ব্যক্তিগত চুক্তির ব্যাপারে বিসিবির কিছু করার নেই বলে জানিয়েছেন জালাল ইউনুস সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিই তাদের চুক্তি

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন