চট্ট. আবাহনী-তেরেঙ্গানু ফাইনাল আজ

জামাল-লি টাক দ্বৈরথ

ক্রীড়া প্রতিবেদক

 শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের ফাইনাল আজ শিরোপার লড়াইয়ে টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে আসরে প্রথমবারের মতো অংশ নেয়া তেরেঙ্গানু এফসির চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়

এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানু ঢাকা মাঠের পরিচিত মুখ লি টাকের দুর্দান্ত নৈপুণ্যে অজেয় রেকর্ড নিয়েই ফাইনালে দলটি

পুরো আসরেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জামাল ভূমিকা নিয়েছেন মধ্যমাঠের মূল চালিকাশক্তির পুরো দলকে সুতোয় গেঁথে রেখেছেন সেটপিস থেকে তার হাওয়ায় ভাসিয়ে দেয়া বলগুলো খুঁজে পাচ্ছে সতীর্থদের মাথা এদিকে তেরেঙ্গানুকে স্বপ্ন দেখাচ্ছেন ইংলিশ ফরোয়ার্ড লি এরই মধ্যে দুটি হ্যাটট্রিক করেন তিনি সেমিতে তার হ্যাটট্রিকেই মোহনবাগানকে - গোলে হারায় তেরেঙ্গানু বাংলাদেশে আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ ফেডারেশন কাপ জয়ের কৃতিত্বও আছে তার ঝুলিতে এই এমএ আজিজ মাঠকে নিজের করে নিয়েছেন লি টাক ২০১৬ সালে মাঠে মুক্তিযোদ্ধার বিপক্ষে ঢাকা আবাহনীর হয়ে হ্যাটট্রিক করেন অ্যাটাকার

ফাইনালকে সামনে রেখে স্বাগতিক কোচ বলেছেন, লি টাক দুর্দান্ত পারফর্ম করছে ঢাকার মাঠে তাকে দেখেছি তার সেট নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে ছেলেদের বলে রেখেছি, পেনাল্টি এরিয়াতে কোনো ভুল করা যাবে না তেরেঙ্গানু কোচ নাফুজি বিন মোহাম্মদ জাইন বলেন, ফাইনালে চট্টগ্রাম ফেভারিট স্বাগতিকদের বিপক্ষে ফাইনাল খেলা যে সহজ হবে না, সেটা আমরা জানি তারা ঘরের মাঠে খেলবে আবার আমাদের চেয়ে একদিন বেশি বিশ্রাম পেয়েছে এতে করে তাদের প্রস্তুতি ভালো হয়েছে তবে আমরা শিরোপা জিততে আশাবাদী

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন