মেসি-সৌরভে বার্সার জয়

বার্সেলোনার জয় মানেই তাতে লিওনেল মেসির অবদান থাকবেই আরেকবার মেসি-সৌরভে জিতল বার্সা মঙ্গলবার লা লিগায় তিনি দুই গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন আরো দুই গোলে তার অনবদ্য পারফরম্যান্সে ভর দিয়ে রিয়াল ভায়াদোলিদকে - গোলে বিধ্বস্ত করেছে কাতালান জায়ান্টরা

বার্সেলোনা ডিফেন্ডার ক্লেমেন্ত লেংলেত শুরুর দিকেই দলকে এগিয়ে দেন ১৫ মিনিটে ওলিভাস আলবার গোলে সমতা আনে ভায়াদোলিদ ২৯ মিনিটে মেসির পাসে গোল করে ফের বার্সাকে এগিয়ে রাখেন আর্তুরো ভিদাল এর মিনিট পর ফ্রি-কিক থেকে ক্যারিয়ারের ৫০তম গোল করে বার্সাকে - ব্যবধানে এগিয়ে দেন মেসি ৭৫ মিনিটে দলের চতুর্থ গোল করেন মেসি মিনিট পর স্কোরশিটে নাম লেখান লুই সুয়ারেজও (-)

ফ্রি-কিক থেকে মেসি যে গোলটি করেছেন তা ছিল ছবির মতো সুন্দর ২০১৬-১৭ মৌসুমের পর মেসি ফ্রি-কিক থেকে গোল করেন ১৬টি, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর যেকোনো খেলোয়াড়ের চেয়ে ১০টি বেশি!

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ফিরে পেল বার্সা এল ক্ল্যাসিকো স্থগিত হয়ে যাওয়ার সুযোগে গত রোববার টেবিলের এক নম্বরে উঠেছিল পুঁচকে গ্রানাডা এখন তা ফিরে পেল চ্যাম্পিয়নরা ১০ রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যায় গ্রানাডা পরশু অ্যালাভেসের মাঠে - গোলে ড্র করে অ্যাতলেটিকো মাদ্রিদ ১১ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট

সিরি- লিগে রোমেলু লুকাকু গোল করেই চলেছেন লাউতারো মার্টিনেজ লুকাকুর গোলে ভর দিয়েই ব্রেসিয়ার মাঠে - ব্যবধানে জিতেছে ইন্টার মিলান ম্যানইউর কাছে বোঝা হয়ে পড়া লুকাকু ইন্টারে যোগ দেয়ার পর চলতি সিরি- লিগে ১০ ম্যাচে সাত গোল করে ফেললেন জুভেন্টাসকে (২৩ পয়েন্ট) টপকে তার দলও উঠে যায় টেবিলের শীর্ষে (২৫ পয়েন্ট) এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন