বেবি পাউডার

পরীক্ষায় অ্যাসবেসটস পায়নি জেঅ্যান্ডজে

বণিক বার্তা ডেস্ক

নিজেদের বোতলজাত বেবি পাউডারের একটি নমুনার ওপর চালানো ১৫টি নতুন পরীক্ষায় অ্যাসবেসটসের সন্ধান পাওয়া যায়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক পার্সোনাল কেয়ার পণ্য প্রস্তুতকারক কোম্পানি জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে) যদিও এর আগে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পরীক্ষায় নমুনাটিতে অ্যাসবেসটসের সন্ধান পাওয়া গিয়েছিল। এছাড়া নিজেদের দাবিতে অনঢ় রয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। খবর রয়টার্স

মূলত কোম্পানির সর্বাধিক বিক্রীত ভোক্তাপণ্যটি নিরাপদ প্রমাণের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এ পরীক্ষাগুলো চালিয়েছে জেঅ্যান্ডজে। উল্লেখ্য, অ্যাসবেসটসের সন্ধান পাওয়ার পর চলতি মাসে ৩৩ হাজার বোতল বেবি পাউডার প্রত্যাহার করে জেঅ্যান্ডজে।

এদিকে এফডিএর সেন্টার ফর ফুড সেফটি অ্যান্ড নিউট্রিশন বিভাগের বৈজ্ঞানিক কার্যক্রমের উপপরিচালক স্টিভ মুসার বলেন, জেঅ্যান্ডজে চাইলে নিজেদের পরীক্ষার ওপর ভিত্তি করে পণ্যটি অ্যাসবেসটস মুক্ত বলতে পারে। কিন্তু আমরা ওই নমুনার বিষয়ে এর বিপরীত কথাই বলব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন