মার্কিন সিনেট কমার্স কমিটি : নিরাপত্তা নয় মুনাফাকে প্রাধান্য দেয় বোয়িং

বণিক বার্তা ডেস্ক

বিশ্বজুড়ে গ্রাউন্ডেড থাকা ৭৩৭ ম্যাক্স সেবায় ফেরাতে চেষ্টা করছে বোয়িং। তবে কয়েক দফা চেষ্টা করেও সফল হয়নি বোয়িং কর্তৃপক্ষ। এদিকে কোম্পানিটিকেইচ্ছাকৃতভাবে তথ্য লুকানোর দায়ে নতুন করে অভিযুক্ত করেছে মার্কিন আইনপ্রণেতারা। খবর বিবিসি।

নিরাপত্তা ইস্যুতে বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেনিস মুলেনবার্গকে জেরা করেছে মার্কিন সিনেট কমার্স কমিটি। এ সময় ৭৩৭ ম্যাক্সকে তড়িঘড়ি করে সেবায় ফেরাতে চাওয়ার যে চেষ্টা বোয়িং করছে, সে পরিপ্রেক্ষিতে সিনেটররা বলেছেন, কোম্পানিটি নিরাপত্তা ইস্যুর চেয়ে মুনাফাকে প্রাধান্য দিচ্ছে বেশি, যা আমাদের উদ্বিগ্ন করেছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়া ও চলতি বছরের মার্চে ইথিওপিয়ায় দুটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় বোয়িংয়ের নতুন মডেলের ৭৩৭ ম্যাক্স। উভয় ঘটনায় মোট ৩৪৬ আরোহীর সবাই প্রাণ হারায়। দ্বিতীয় ঘটনার পর কোম্পানিটির এ মডেলের প্রায় ৩০০ উড়োজাহাজ বিশ্বব্যাপী গ্রাউন্ডেড রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন