সাকিব কোন অপরাধ করেনি, একটা ভুল করেছে : মাহমুদুল্লাহ

বণিক বার্তা অনলাইন

সবধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য এক বড় দুঃসংবাদ। এর রেশ কাটতে না কাটতেই তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে টিম বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই সিরিজে সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা সাকিবকে মিস করবে বাংলাদেশ এতে সন্দেহ নেই। এমনটা শোনালো সাকিবের পরিবর্তে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব পাওয়া মাহমুদুল্লাহর কণ্ঠেও। 

আজ বুধবার (৩০ অক্টোবর) ভারতের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এসময় এক সাংবাদিক প্রশ্ন করেন সফরে সাকিবকে মিস করছেন কিনা? জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। সে বাংলাদেশ দলের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এটাতে কোন সন্দেহ নেই। আমার মনে হয়, আমরা সবাই ব্যথিত সাকিবের জন্য। কারণ, সবাই জানি সে কতটা গুরুত্বপূর্ণ আমাদের দলের জন্য, দেশের জন্য।’

এসময় মাহমুদুল্লাহ বলেন, ‘সাকিব হয়তো একটা ভুল করেছে কিন্তু কোন অপরাধ করেনি। আমাদের সবার সমর্থন আগের মতোই আছে। আমরা আগে যেভাবে সাকিবকে ভালোবাসতাম, এখনো মতোই ভালোবাসি।’

রিয়াদ আরও বলেন, ভারতের মাটিতে তাদের সঙ্গে খেলাটা অবশ্যই চ্যালেঞ্জ। তবে এটা অসম্ভব কিছু না। সবাই সবার সুযোগগুলো কাজে লাগাতে পারলে আশা করা যায় ভালো ফলাফল নিয়ে আসতে পারবো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন