জশুয়া ওয়াংকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা হংকং কর্তৃপক্ষের

বণিক বার্তা ডেস্ক

হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী জশুয়া ওয়াংকে আসন্ন জেলা নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে হংকং কর্তৃপক্ষ। গতকাল এ ঘোষণা দেয়া হয়। এ পদক্ষেপ শহরটিতে পাঁচ মাস ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরো তীব্র করবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স।

২০১৪ সালে হংকংয়ে ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা আমব্রেলা মুভমেন্টের সময় পরিচিতি লাভ করেন ওয়াং। সে সময় তার বয়স ছিল ১৭ বছর। তবে হংকংয়ের চলমান সরকারবিরোধী বিক্ষোভে ওয়াংকে ততটা প্রভাব নিয়ে হাজির হতে দেখা যায়নি। বর্তমান আন্দোলনটি মূলত নেতৃত্বহীনভাবেই পরিচালিত হচ্ছে।

বর্তমানে ২৩ বছর বয়সী ওয়াংয়ের ব্যাপক আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তাকে অযোগ্য ঘোষণা করাকে চীনশাসিত শহরটির কর্তৃপক্ষের রাজনৈতিক সেন্সরশিপ বলে উল্লেখ করেছেন তিনি।

গতকাল ওয়াং বলেন, নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে না দেয়ার সিদ্ধান্ত স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর পেছনে তথাকথিত কারণ হিসেবে তারা প্রচলিত আইন অনুসরণ করার কথা জানিয়েছে, কিন্তু মূল কারণ হলো আমার পরিচিতি, কারণ আমি জশুয়া ওয়াং।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন