ক্যালিফোর্নিয়ার দাবানলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে আরো ১৫ লাখ মানুষ

বণিক বার্তা ডেস্ক

ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ভয়াবহতম দাবানলে অঙ্গরাজ্যটির আরো ১৫ লাখ মানুষ বিদ্যুত্ বিচ্ছিন্ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের তার থেকে দাবানল ছড়িয়ে পড়া রোধের চেষ্টা করছে পরিষেবা প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই)। খবর বিবিসি।

এদিকে এরই মধ্যে ৯ লাখ ৭০ হাজার বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুত্ সরবরাহ বন্ধ করায় নিয়ন্ত্রক সংস্থার তদন্তের মুখে পড়েছে পিজিঅ্যান্ডই। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মঙ্গলবার আরো সাড়ে ছয় লাখ সম্পত্তির বিদ্যুত্ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। শক্তিশালী বাতাসের কারণে দাবানলটি অঙ্গরাজ্যটির দুটি অংশে ছড়িয়ে পড়েছে।

গত বুধবার ক্যালিফোর্নিয়ার উত্তর ও দক্ষিণাংশে বিভিন্ন স্থানে ‘কিনকেড ফায়ার’ নামে এ দাবানলের সূত্রপাত হয়। এখনো এটি নিয়ন্ত্রণ করা যায়নি। এদিকে সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের অভিজাত আবাসিক এলাকা ব্রেন্টউডের কাছে দাবানল শুরু হয়। ফলে চলচ্চিত্র তারকাসহ হাজার হাজার বাসিন্দা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসের গেটি সেন্টারের কাছে শুরু হওয়া এ দাবানলের কারণে অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার, বাস্কেট বল তারকা লেবর্ন জেমসহ বেশ কয়েকজন তারকা এলাকা ত্যাগ করেছেন। এছাড়া দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে হুমকির মুখে পড়েছে গেটি সেন্টার আর্ট কমপ্লেক্স।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ার উত্তরে সোনোমা কাউন্টিতে দাবানলের আরেক অংশ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ১ লাখ ৮০ হাজার মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন