তামিলনাড়ুতে কুয়ায় পড়ে যাওয়া শিশুটিকে বাঁচানো গেল না

বণিক বার্তা ডেস্ক

ভারতের তামিলনাড়ুর এক পরিত্যক্ত কুয়ায় আটকে পড়া শিশু সুজিত উইলসনকে বাঁচানো গেল না। প্রায় ৮২ ঘণ্টার বিরামহীন উদ্ধার তৎপরতার পর গতকাল সকালে দুই বছর বয়সী এ শিশুর গলিত লাশ উদ্ধার হয়। খবর এনডিটিভি। 

শুক্রবার বিকালে খেলতে খেলতে সেই গর্তে পড়ে যায় সুজিত। গর্তে পড়ার ১ ঘণ্টার মধ্যেই খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযান শুরু হয়েছিল। গতকাল কুয়া থেকে দুর্গন্ধ বেরোতে দেখেই তারা বুঝতে পারেন আর জীবিত নেই সুজিত। উদ্ধারকারীরা পরে সুজিতের গলিত দেহটি কুয়ার ভেতর থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান।

প্রাথমিকভাবে সুজিত ২৬ ফুট গভীরে আটকে ছিল কিন্তু উদ্ধারকারীরা দড়ি দিয়ে টানতে চেষ্টা করলে সে আরো পিছলে ৭০ ফুট গভীরে পড়ে যায়। উদ্ধারকারীদের দল শিশুটির কাছে পৌঁছানোর জন্য পাতকুয়াটির সমান্তরালে এক মিটার প্রশস্ত আরেকটি সুড়ঙ্গ খোঁড়েন। তবে পাথুরে জমির কারণে কাজের অগ্রগতি খুবই ধীরগতি ছিল।

তবে সমালোচকরা বলছেন অনেক দেরিতে উদ্ধারাভিযান শুরু করেছে ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ। স্থানীয় কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকদের ব্যর্থ প্রচেষ্টার পর রোববার খননকাজ শুরু হয়েছিল। 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন