কাশ্মীরের ফাঁকা রাস্তায় ঘুরে গেল ইইউর প্রতিনিধি দল

বণিক বার্তা ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় ২০ আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল গতকাল ঘুরে গেছে কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর। আগস্টে ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিলের পর প্রথম কোনো বিদেশী প্রতিনিধি দল পরিদর্শনে এল ওই অঞ্চলে। খবর বিবিসি।

ইইউর প্রতিনিধি দলটি শ্রীনগরে পরিদর্শনে আসার একটু আগে শহরের অন্তত ৪০ জায়গায় ছোটখাটো বিক্ষোভ হয়েছে। বিপুল সেনা মোতায়েন সত্ত্বেও বিক্ষোভ দেখা দেয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে। 

শহরটির বিভিন্ন সড়ক পাথরের টুকরায় আকীর্ণ, দোকানপাট বন্ধ দেখা গেছে। গতকাল বিকালে ইইউর আইনপ্রণেতাদের শ্রীনগর পরিদর্শনকালে অন্য সময় রাস্তার পাশে যেসব হকার দেখা যেত, তাদেরও দেখা যায়নি।

ইইউর আইনপ্রণেতাদের কাশ্মীর পরিদর্শন উপলক্ষে সরকার কর্তৃপক্ষ বলছে, কাশ্মীরের অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। ওই অঞ্চলের পরিস্থিতি ভারত সরকার যেভাবে নিয়ন্ত্রণ করছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে যে সমালোচনা রয়েছে, ইইউর প্রতিনিধি দলের সফরের মধ্যদিয়ে তার সমাপ্তি ঘটবে বলেও আশা করছে ভারত সরকার।

এদিকে বিরাজমান পরিস্থিতে ইইউ প্রতিনিধি দলের কাশ্মীর সফরের সমালোচনা করেছে বিরোধী দল। বিশেষ করে ওই অঞ্চলের বেশির ভাগ রাজনীতিকের আটকাবস্থায় ইইউ প্রতিনিধি দলের পরিদর্শনের সমালোচনা করেছে বিরোধী দল। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইট বার্তায় বলেন, জম্মু-কাশ্মীরের সংসদ সদস্যরা হয়তো আটক রয়েছেন, নয়তো ওই অঞ্চলে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। অথচ এ সময় শ্রীনগর ঘুরে গেলেন ইইউর আইনপ্রণেতারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন