পুঁজিবাজারেও শুদ্ধি অভিযান চান বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনার জন্য ক্যাসিনোর মতো বিএসইসি, ডিএসই, সিএসই, আইসিবিসহ বিভিন্ন ইস্যু ব্যবস্থাপকের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। তাছাড়া পুঁজিবাজারের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ এবং বিকল্প স্টক এক্সচেঞ্জসহ ২১ দফা দাবি জানিয়েছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি একেএম মিজান-উর-রশীদ চৌধুরী সরকারের কাছে এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একেএম মিজান-উর-রশীদ চৌধুরী বলেন, পুঁজিবাজারের অব্যাহত দরপতন এবং অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। গত ১৮ জুলাই বাজারের সার্বিক প্রেক্ষাপট, সমস্যা সমাধান নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু পুঁজিবাজারে স্থিতিশীলতা আজো ফিরে আসেনি। বরং দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এজন্য আমরা সরকারের কাছে বাস্তবায়নের জন্য ২১ দফা দাবি জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন