ফাইনালে তেরেঙ্গানু এফসি

ক্রীড়া প্রতিবেদক

 চট্টগ্রাম আবাহনী-ইস্ট বেঙ্গল ২০১৫ সালের ফাইনালের মতো আরেকটি দুই বাংলার দ্বৈরথের মঞ্চ প্রস্তুত ছিল এজন্য তেরেঙ্গানু এফসির বিপক্ষে জয় প্রয়োজন ছিল মোহনবাগানের লি টাক আগুনে পুড়ে অঙ্গার দুই বাংলার লড়াই দেখার সাধ! শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে দ্বিতীয় সেমিতে ক্লাবটি - গোলে হারায় মোহনবাগানকে তিন গোল করেন ঢাকা আবাহনীর সাবেক ফরোয়ার্ড লি টাক ৩১ বছর বয়সী ফরোয়ার্ড প্রতিযোগিতায় টানা দ্বিতীয় হ্যাটট্রিক করলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষেও হ্যাটট্রিক করেন তিনি এমএ আজিজ স্টেডিয়ামে লি টাকের এটি তৃতীয় হ্যাটট্রিক ২০১৬ সালে ঢাকা আবাহনীর হয়ে মুক্তিযোদ্ধার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন কৌশলী ফরোয়ার্ড

ম্যাচে লির তিনটি গোলই ছিল সেটপিস থেকে প্রথম দুটি ফ্রি-কিক থেকে, পরেরটি ছিল পেনাল্টি গোল লি গঞ্জালেসের মধ্যে ম্যাচের ভেতর ভিন্ন লড়াই জমে উঠেছিল লি টাক গোল করার পর পেনাল্টি গোলে মোহনবাগানকে সমতায় ফেরান গঞ্জালেস লি টাক স্কোরলাইন - করার পর আবারো গোল করেন গঞ্জালেস ৭৪ মিনিটে বিন ইসমাইলের গোলে এগিয়ে যায় তেরেঙ্গানু ৭৯ মিনিটে পেনাল্টি গোলে কলকাতার জায়ান্টদের ফেরার পথ বন্ধ করে দেন লিট টাক গোল করে শীর্ষ গোলদাতা লি

আগামীকাল ফাইনালে ২০১৫ সালের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে তেরেঙ্গানু

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন