ঢাকায় এশীয় স্থপতিদের সম্মেলন শুরু ৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় এশীয় স্থপতিদের বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন আর্কএশিয়া ফোরাম শুরু হচ্ছে নভেম্বর। পাঁচদিনের সম্মেলন আয়োজনের দায়িত্বে রয়েছে স্থপতিদের জাতীয় সংগঠন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএবি সভাপতি জালাল আহমেদ, ফোরাম অনুষ্ঠানের আহ্বায়ক . আবু সাইদ এম আহমেদ, উপদেষ্টা মোবাশ্বের হোসেন, সাবেক আইএপি সভাপতি কাজী গোলাম নাসির, সহসভাপতি (আন্তর্জাতিক বিষয়াদি) এহসান খান, সহসভাপতি (জাতীয় বিষয়াদি) মামনুন মুর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নওয়াজীশ মাহবুব, কোষাধ্যক্ষ আইএবি বিল্ড এক্সপোর সদস্য সচিব এম. মাসুদ রশিদ প্রমুখ।

আইএবি সভাপতি বলেন, আর্কএশিয়ার সুবর্ণজয়ন্তীতে ফোরাম-২০-এর আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। উৎসবের আমেজে স্থাপত্য পেশা শিল্পকে সাধারণ মানুষের আরো কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শহরজুড়ে বিভিন্ন উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আর্কএশিয়া ফোরাম-২০-এর আহ্বায়ক বলেন, জলবায়ু পরিবর্তন দ্রুতগতি নগরায়ণের ফলে প্রতিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় এশীয় দেশগুলোর স্থপতিদের উদ্ভাবনী চিন্তা টেকসই সমাধানের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে এবারের প্রতিপাদ্যে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, এশিয়ার ২১টি দেশ থেকে আর্কএশিয়ার কমিটি প্রতিনিধিরা ছাড়াও দেড় হাজারের বেশি স্থপতি অংশগ্রহণকারী এবং বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত এবারের আর্কএশিয়া ফোরামে যোগ দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন