ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

এবার ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাবসহ সব সম্পদের তথ্য তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী সাত দিনের মধ্যে সব সম্পদের তথ্য এনবিআরে জমা দিতে দেশের সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়েছে চিঠিতে ঘটক পাখিভাই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফ হোসেন পরিচালক সুলতানা বেগম ববি একক যৌথ নামে থাকা অর্থের তথ্যও জানাতে বলা হয়েছে

এনবিআরের চিঠিতে বলা হয়, তাদের একক বা যৌথ নামে আপনার ব্যাংকে/প্রতিষ্ঠানে কোন মেয়াদি আমানত হিসাব, যে কোন ধরনের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য কোন ধরনের সেভিংস ইন্সট্রুমেন্ট, ইনভেস্টমেন্ট স্কিম, ডিপোজিট স্কিম, বা অন্য যে কোন ধরনের বা নামের হিসাব পরিচালিত অথবা রক্ষিত থাকলে উক্ত হিসাবের ২০১৩ সালের জুলাই থেকে হালনাগাদ বিবরণী ঋণের বিপরীতে রক্ষিত জামানতের বিবরণী পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে এনবিআরে জমা দিতে বলা হয়েছে

এদিকে একইদিন অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া মোল্লা মোহাম্মদ আবু কাওছার যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ এবং তাদের দুই পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে এনবিআর এর আগে গত ২১ অক্টোবর এনবিআর মোল্লা কাওছার শেখ মারুফসহ তাদের পরিবারের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন