ভারত সফরে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা বাড়ছেই

ক্রীড়া প্রতিবেদক

 ভারতের বিপক্ষে দুটি টেস্ট তিনটি টি২০ খেলতে আগামীকাল উড়াল দিচ্ছে বাংলাদেশ কিন্তু সেই সফরে খোদ অধিনায়ক সাকিব আল হাসান যাচ্ছেন কিনা, তা এখনো নিশ্চিত নয় সম্প্রতি বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন শঙ্কা প্রকাশ করেছেন সাকিব শেষ পর্যন্ত ভারত সফরে যাবেন কিনা, তা নিয়ে এর মাঝে কোচের থেকে ছুটি নিয়ে ভারত সফরের প্রস্তুতি ম্যাচ দুটিতে ছিলেন না তিনি সব মিলিয়ে সাকিবের যাওয়া, না যাওয়ার শঙ্কা দূর করতে পারেননি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানও গতকাল তিনি জানিয়েছেন, সাকিবের ভারত যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আজ পর্যন্ত অপেক্ষা করতে হবে পাশাপাশি টি২০-এর পরিবর্তিত দল ঘোষিত হবে আজ দুপুরের দিকে পাশাপাশি গতকাল রাতে টেস্ট দল ঘোষণার কথা থাকলেও সেটি পিছিয়েছে

সাকিবকে নিয়ে আকরাম বলেন, সাকিবেরটা কালকেই (আজ) বলতে পারব কালকেই টিমটা দিয়ে দিচ্ছি বিস্তারিত থাকবে সেখানে অনিশ্চয়তা না, রকম কিছু অফিশিয়ালি আসেনি সে যাবে কি যাবে না, রকম নানা কিছু শুনছি সে কোচের কাছ থেকে অনুমতি নিয়ে অনুশীলনে নেই

দল ঘোষণা নিয়ে আকরাম, আগামীকাল ১২-১টার দিকে আমরা টি২০ দল দেব টেস্টটা দিতে কিছুদিন সময় লাগবে আমাদের দু-তিন দিন পর আমরা সেটা দেব যেহেতু দু-একটা পরিবর্তন আসছে, তাই চিন্তাভাবনা করে টিমটা দিচ্ছি

এদিকে গতকাল দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মুশফিক-মাহমুদউল্লাহদের লাল দল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন