শ্রমিক বিক্ষোভে বেনাপোল বন্দরে পণ্য খালাস ৪ ঘণ্টা বন্ধ

বণিক বার্তা প্রতিনিধি যশোর

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে পণ্য খালাসের পাশাপাশি বন্দর এলাকায় যানবাহন চলাচলও বন্ধ হয়ে পড়ে। গতকাল দুপুর ১২টা থেকে অবরোধ বিক্ষোভ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

শ্রমিকরা জানান, ভবেরবেড় বাইপাস সড়কের পাশে পাথর খালাসে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। সময় দুর্বৃত্তরা টেন্ডারসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে তাদের ওপর হামলা চালায়। এতে দুই শ্রমিক গুরুতর জখম হন। খবর পেয়ে শ্রমিক নেতারা বিষয়টি জানতে ঘটনাস্থলে গেলে তাদের তিনটি মোটরসাইকেল ভাংচুর করে দুর্বৃত্তরা।

সূত্র জানায়, বেনাপোল বন্দরে শ্রমিকদের দুটি গ্রুপ রয়েছে। সম্প্র্রতি বন্দরে নতুন টেন্ডার হয়েছে। নিয়ে বেশ কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও বিরাজ করছিল। এদিকে প্রভাব বিস্তার করতে একটি পক্ষ বেনাপোল বাজার তালশারি মোড়ে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আন্দোলরত শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। অপরাধীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল জানান, দোষীদের শাস্তির আশ্বাসে গতকাল ধর্মঘট ভেঙে বিকাল ৪টায় আবারো কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। ফলে বন্দর এলাকায় যান চলাচল পণ্য খালাস স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন