সাঁতারে ইনোকির জায়গায় তাকায়ামা

ক্রীড়া প্রতিবেদক

 সাঁতারে জাপানি কোচ তাকেও ইনোকির জায়গায় তারই স্বদেশী আরেক কোচকে নিয়োগ দিয়েছে সাঁতার ফেডারেশন ইউরিকাজু তাকায়ামা নামের ওই কোচের অধীনে আসন্ন এসএ গেমসে অংশ নেবে বাংলাদেশ

৪২ বছর বয়সী কোচকেও ঢাকায় এনেছিলেন তাকেও ৫৭ বছর বয়সী ইনোকি দায়িত্ব ছেড়ে যাওয়ার পর চলে যেতে চেয়েছিলেন তাকায়ামাও পরিবর্তিত প্রেক্ষাপটে শেষ পর্যন্ত কোচকে ধরে রাখতে সমর্থ হন সাঁতারসংশ্লিষ্টরা

গতকাল বণিক বার্তাকে সাঁতার কোচ গোলাম মোস্তফা জানান, এসএ গেমসের আগে ইনোকির ওভাবে চলে যাওয়া বাংলাদেশ সাঁতারের জন্য ছিল অস্বস্তিকর কোচ চলে যাওয়ার পর তাকায়ামাও দেশ ছাড়তে চেয়েছিলেন কিন্তু আমরা তাকে বোঝাতে সমর্থ হয়েছি বর্ষীয়ান কোচের ভাষ্যমতে, সাঁতারুদের শাস্তি দেয়ার কারণ দেখিয়ে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে গেছেন ইনোকি আসলে ওটা ছিল অজুহাত কোচিংয়ে ভালো প্রস্তাব পাওয়ায় তিনি বাংলাদেশের দায়িত্ব ছাড়ার সুযোগ খুঁজছিলেন মোস্তফার কথায়, বাংলাদেশে তার যে পারিশ্রমিক ছিল, চাইনিজ তাইপে থেকে তার প্রায় দ্বিগুণ পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছেন ইনোকি এটিই তার দায়িত্ব ছেড়ে যাওয়ার কারণ তার যাওয়ার প্রক্রিয়াটা মোটেও ভালো ছিল না আমরা তাকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করেছি সাধারণ সম্পাদকসহ সাঁতারের অন্যরা বারবার অনুরোধ করলেও তিনি কারো সঙ্গে কথা পর্যন্ত বলেননি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন