বন বিভাগ রংপুর অঞ্চল

দেড় হাজার করাতকলের অধিকাংশই অবৈধ

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

 করাতকল স্থাপনে বন বিভাগের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক অথচ রংপুর অঞ্চলের পাঁচ জেলায় স্থাপিত প্রায় দেড় হাজার করাতকলের সিংহভাগেরই লাইসেন্স নেই মাঝেমধ্যে বন বিভাগ থেকে অবৈধ করাতকল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হলেও তাতে খুব একটা কাজ হচ্ছে না

বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলায় হাজার ৪৯৭টি করাতকল থাকলেও লাইসেন্স রয়েছে মাত্র ১৫৩টির এর মধ্যে রংপুরের ৪৭৫টি কলের মাত্র নয়টির লাইসেন্স আছে এছাড়া লালমনিরহাটের ২০০টির মধ্যে ৫১টি কুড়িগ্রামে ৩২৩টির মধ্যে লাইসেন্স আছে ৯৩টি করাতকলের অন্যদিকে গাইবান্ধার ২৫২টি নীলফামারীর ২৪৭টি করাতকলের মধ্যে একটিরও লাইসেন্স নেই

রংপুর বন বিভাগের অফিস সহকারী গোপাল চন্দ্র মহন্ত তথ্য নিশ্চিত করে জানান, প্রতিটি করাতকলের লাইসেন্সের জন্য ফি লাগে হাজার টাকা এছাড়া নবায়ন ফি দিতে হয় ৫০০ টাকা কিন্তু করাতকলের মালিকরা সামান্য টাকা দিয়েও লাইসেন্স করতে চান না

তবে বেশ কয়েকজন করাতকলের মালিক জানান, আগ্রহী হলেও লাইসেন্স নেয়ার ক্ষেত্রে সমস্যায় ফেলে বন বিভাগের বিভিন্ন শর্ত এসব শর্ত পূরণে ব্যর্থ হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে তাদের বিড়ম্বনায় পড়তে হয় তাছাড়া রয়েছে দীর্ঘসূত্রতা এছাড়া অনেকেই আছেন, যারা সুযোগ থাকলেও নানা অজুহাতে বন বিভাগের লাইসেন্স করছেন না

রংপুর নগরীর লালবাগ রেলগেট এলাকার জনতা -মিলের মালিক মো. নুরুজ্জামান তিনি বলেন, ১৯৮০ সাল থেকে করাতকল ব্যবসার সঙ্গে যুক্ত হলেও এখন পর্যন্ত বন বিভাগের লাইসেন্স নেননি তবে এর মধ্যে ২০১৪ সালের দিকে একবার লাইসেন্স নেয়ার জন্য বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন তখন বন বিভাগ থেকে বলা হয়েছিল, তারা যেন অন্তত ২০-৩০ জন করাতকল মালিক একযোগে লাইসেন্সের আবেদন করেন তা না হলে তাকে একাই ৩০-৪০ হাজার টাকা দিতে হবে কিন্তু ওই সময় তিনি একসঙ্গে এতজন করাতকল মালিককে একত্র করতে পারেননি তাই লাইসেন্সও নেয়া হয়নি

মো. নুরুজ্জামান আরো বলেন, বন বিভাগের লাইসেন্স না থাকলেও তার সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স আছে তিনি এটি নিয়মিত নবায়নও করেন এছাড়া প্রতি বছর তিনি আয়করও দিয়ে যাচ্ছেন কিন্তু বন বিভাগের লাইসেন্স করতে না পারায় সবসময়ই ভয়ে থাকেন

এদিকে রংপুর করাতকল মালিক সমিতির (বর্তমানে নিষ্ক্রিয়) সভাপতি মো. হারুন অর রশীদ বলেন, তিনি তার করাতকলের জন্য বন বিভাগের লাইসেন্স পেতে ফরম এনেছেন তাছাড়া জমির মালিকানার বিষয়ে সহকারী কমিশনারের (ভূমি) প্রত্যয়নপত্র ম্যাপের জন্য আবেদনও করা হয়েছে কিন্তু দীর্ঘদিনেও তিনি প্রত্যয়নপত্র ম্যা?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন