বন্ড ছাড়বে সাউথইস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

টিয়ার-টু মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার মেয়াদি সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। নন-কনভার্টিবল বন্ডের মেয়াদ হবে সাত বছর। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল ব্যাংকটি শেয়ারহোল্ডারদের তথ্য জানিয়েছে। ব্যাংকের পর্ষদ আরো সিদ্ধান্ত নিয়েছে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বন্ডের কোনো বিষয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দিলে তা বাস্তবায়ন করা হবে। অন্যথায় পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এদিকে চলতি ২০১৯ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় আগের হিসাব বছরের একই সময়ের চেয়ে কমেছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা। হিসাবে তৃতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ১৮ পয়সা বা ২৩ দশমিক ৬৮ শতাংশ।

অবশ্য তৃতীয় প্রান্তিকে কমলেও তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) মিলে সাউথইস্ট ব্যাংকের ইপিএস বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ১৩ পয়সা। হিসাবে তিন প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে ৬৯ পয়সা বা ৩২ দশমিক ৩৯ শতাংশ। ৩০ সেপ্টেম্বর ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরের একই তারিখে যা ছিল ২৬ টাকা ৮০ পয়সা।

২০১৮ হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে সাউথইস্ট ব্যাংক। সময়ে ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে টাকা ৩৫ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাউথইস্ট ব্যাংক শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১২ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১২ টাকা ৫০ পয়সা ১৮ টাকা ৪০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন