ক্ষতিগ্রস্ত পাকিস্তানের এক-তৃতীয়াংশ তুলা উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরজুড়ে বিশ্বের বিভিন্ন দেশে মাত্রাতিরিক্ত খরা বিরাজ করছে। এর প্রভাবে দেশে দেশে কৃষিপণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। এবার খরায় পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ তুলা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সিনেটর মুজাফফর হুসাইন শাহু সম্প্রতি তথ্য জানিয়েছেন। খবর দি এক্সপ্রেস ট্রিবিউন।

ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যান্ড রিসার্চ শীর্ষক পাকিস্তানি সিনেটের স্থায়ী বৈঠকে তিনি জানান, তুলায় পাকিস্তান ক্রান্তিকাল পার করছে। দেশটিতে বছর বছর কৃষিপণ্যটির উৎপাদন কমছে। চলতি অর্থবছর দেশটির তুলা উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল কোটি ৫০ লাখ বেল (প্রতি বেলে ১৭০ কেজি) তবে উৎপাদনের লক্ষ্য পূরণের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। তার মতে, সময় উৎপাদন হতে পারে মাত্র এক কোটি বেল। পরিস্থিতিতে তিনি পাকিস্তানের তুলা খাতে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানান। একই সঙ্গে অতিরিক্ত তাপমাত্রা সহনশীল, কীটপতঙ্গ প্রতিরোধী উচ্চফলনশীল তুলাবীজ আবিষ্কারের জন্য দেশের গবেষকদের প্রতি অনুরোধ জানান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন