পারমাণবিক অস্ত্র উৎপাদন

৩০০ বিনিয়োগকারীর ৭৫ হাজার কোটি ডলার বিনিয়োগ

বণিক বার্তা ডেস্ক

বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের তীব্র বিরোধিতা সত্ত্বে খাতে বিনিয়োগ থেমে নেই। সম্প্রতি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দুই বছরে বিশ্বের ৩০০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠানের পারমাণবিক অস্ত্র শিল্পসংশ্লিষ্ট কোম্পানিগুলোতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮০০ কোটি ডলার। খবর জাপান টুডে

নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা পিএএক্সের প্রতিবেদন অনুসারে, পারমাণবিক অস্ত্র শিল্পসংশ্লিষ্ট কোম্পানিগুলোতে বিনিয়োগকারী ৩২৫টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আটটি ঋণদাতা প্রতিষ্ঠান জাপানের, যেগুলোর মোট বিনিয়োগের পরিমাণ হাজার ৫৫০ কোটি ডলার। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মিত্সুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল গ্রুপ ইনকরপোরেশন, মিজুহো ফিন্যান্সিয়াল গ্রুপ ইনকরপোরেশন সুমিতোমো মিত্সুই ফিন্যান্সিয়াল গ্রুপ ইনকরপোরেশন।

বোয়িং লকহিড মার্টিন করপোরেশনসহ ১৮টি কোম্পানি এসব বিনিয়োগ পেয়েছে। প্রতিষ্ঠানগুলোকেপারমাণবিক অস্ত্র উৎপাদনকারী শীর্ষ ১৮টি কোম্পানিবলে উল্লেখ করেছে পিএএক্স।

পিএএক্সের সদস্য নতুন প্রতিবেদনের প্রধান লেখক সুসি স্নাইডার জানান, পূর্ববর্তী প্রতিবেদনের উল্লেখিত বিনিয়োগের তুলনায় নতুন প্রতিবেদনে মোট বিনিয়োগের পরিমাণ ৪২ শতাংশ বৃদ্ধি পেতে দেখা গেছে। জানুয়ারি ২০১৪ থেকে জানুয়ারি ২০১৭ পর্যন্ত ২০টি কোম্পানিতে বিনিয়োগ নিয়ে পূর্ববর্তী প্রতিবেদন প্রকাশ করেছিল সংস্থাটি।

টোকিওতে এক সাক্ষাত্কারে স্নাইডার বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো এসব অস্ত্র সম্প্রসারণ নতুন পারমাণবিক অস্ত্র উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ায় খাতে মোট বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো জানান, বোয়িংয়ের পারমাণবিক অস্ত্র উৎপাদন ১৯২ শতাংশ ফরাসি প্রতিরক্ষা কোম্পানি থ্যালেসের উৎপাদন ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে পারমাণবিক অস্ত্রের মতো অমানবিক অস্ত্রে বিনিয়োগের সমালোচনা দিন দিন বাড়তে থাকায় খাতটিতে বিনিয়োগকারীর সংখ্যা অব্যাহতভাবে কমছে।

সময় স্নাইডার পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তির একটি ধারার উল্লেখ করেন, যেখানে পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো পারমাণবিক বিস্ফোরক ডিভাইস উন্নয়নেসহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। ২০১৭ সালে জাতিসংঘের সাধারণ সভায় চুক্তিটি গৃহীত হয়।

পিএএক্সের তালিকায় থাকা আটটি জাপানি ঋণদাতার মধ্যে একটি প্রতিষ্ঠান ফুয়ো জেনারেল লিজ কোম্পানি পারমাণবিক অস্ত্র উৎপাদনকারী কোম্পানিতে বিনিয়োগের কথা অস্বীকার করেছে। তবে যুক্তরাষ্ট্রে ফুয়োর সাবসিডিয়ারির পারমাণবিক অস্ত্রসংশ্লিষ্ট একটি কোম্পানির অধিগ্রহণকৃত প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার কথা জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন