হংকংয়ে নিলামে উঠছে দেড় কোটি ডলারের হাতঘড়ি

নিলামে তোলা হচ্ছে ১৯৫০-এর দশকের প্যাটেক ফিলিপের দুর্লভ মডেলের একটি হাতঘড়ি। হংকংয়ে নিলামদাতা প্রতিষ্ঠান ক্রিস্টিসের ডাকা নিলামে হাতঘড়িটির কাঙ্ক্ষিত মূল্য ধরা হয়েছে ৭০ লাখ থেকে কোটি ৪০ লাখ ডলার। সুইস ঘড়ির বৃহত্তম বাজার চীনকে লক্ষ্য করে আগামী ২৭ নভেম্বর নিলামে তোলা হবে ১৮ ক্যারেট স্বর্ণে মোড়া দুর্লভ হাতঘড়িটি। আগ্রহ বাড়িয়ে দিতে সোমবার সাংবাদিকদের সামনে ঘড়িটিসহ অন্যান্য নিলামসামগ্রী প্রদর্শন করেছে ক্রিস্টিস। এখন পর্যন্ত নিলামে ডাকা সবচেয়ে দামি হাতঘড়ি হচ্ছে পল নিউম্যানের ডেটোনা রোলেক্স। ২০১৭ সালে হলিউডের লিজেন্ডারি অভিনেতার স্টেইনলেস স্টিলের ওই হাতঘড়িটি কোটি ৭৮ লাখ ডলারে বিক্রি হয়েছিল। কয়েক মাস ধরে চলা বিক্ষোভে হংকংয়ে কেনাকাটা কমিয়ে দিয়েছেন মূল ভূখণ্ড চীনের ক্রেতারা। এতে হংকংয়ে সুইস ঘড়ির বিক্রি বেশ কমেছে। এমনকি বিলাসবহুল পণ্য তৈরীকারক এলভিএমইচ হার্মিস ইন্টারন্যাশনালেরও বিক্রি কমেছে  সূত্র: ব্লুমবার্গ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন