ভারতে একদিনে বিক্রি ৬০০ মার্সিডিজ-বেঞ্জ

বণিক বার্তা ডেস্ক

ভারতে গাড়ি শিল্পের শ্লথগতির শঙ্কাকে উড়িয়ে দিয়ে গত সপ্তাহে ধন্তেরাজ উৎসবে ৬০০-এর বেশি মার্সিডিজ-বেঞ্জ গাড়ি বিক্রি হয়েছে। ৬০০ গাড়ির প্রায় অর্ধেকই বিক্রি হয়েছে দিল্লির এনসিআর অঞ্চলে। বাকিগুলো বিক্রি হয়েছে পাঞ্জাব, মুম্বাই, পুনে, কলকাতা গুজরাটে। খবর লাইভমিন্ট।

মার্সিডিজ-বেঞ্জ ভারতের প্রধান নির্বাহী (সিইও) মার্টিন শোয়েঙ্ক বলেন, উৎসব মৌসুমটি আমাদের জন্য সন্তোষজনক হিসেবে দেখা দিয়েছে এবং বাজারের বিভিন্ন অংশ থেকে আমাদের পণ্যের প্রতি গ্রাহকদের ব্যাপক আগ্রহে আনন্দিত।

চলমান উৎসব মৌসুমে বড় অংকের পণ্য সরবরাহের মাধ্যমে মার্সিডিজ পণ্যে গ্রাহকদের আস্থা বেড়েছে বলে মনে করেন তিনি।

দশেরা নবরাত্রির সময় মুম্বাই গুজরাটে ২০০-এর বেশি মার্সিডিজ-বেঞ্জ বিক্রি হয়েছে।

মুহূর্তে, জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানিটি নতুন এসইউভি জিএলইর জন্য বুকিং গ্রহণ শুরু করেছে। এরই মধ্যে বর্তমান স্টকটি প্রত্যাশিত সময়ের তিন মাস আগেই ফুরিয়ে গেছে। কারণে নতুন ভার্সনের গাড়ির জন্য বুকিং চলছে।

২০২০ সালে পরবর্তী গাড়ি প্রদর্শনীর আগেই ভারতের বাজারে ছাড়া হচ্ছে একেবারে নতুন মডেলের জিএলই এসইউভি। ভারতের বাজারে প্রবেশের পর ১৩ হাজারের মতো জিএলই বিক্রি করেছে মার্সিডিজ-বেঞ্জ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন