২০২০ সালে সব হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

২০২০ সালে মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের সব হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকার আশকোনা হজ ক্যাম্পে অনুষ্ঠিত হবে। এজন্য আশকোনার হজ ক্যাম্পের সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম শুরুর নির্দেশ দেয়া হয়েছে। গতকাল আশকোনায় হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রমসংক্রান্ত সভায় সভাপতিত্বকালে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ফলে ২০০৯ সাল থেকে বাংলাদেশী হজযাত্রীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০০৯ সালে যেখানে বাংলাদেশী হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, সেখানে ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে।

এ বছর সৌদি সরকারেরমক্কা রুট ইনিশিয়েটিভ কর্মসূচির অধীনে প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরব অংশের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন করেছেন। ২০২০ সালে সব হজযাত্রীকে এ কর্মসূচির অধীনে আনা হবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় ধর্ম সচিব মো. আনিছুর রহমান ছাড়াও হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন