টি২০ বিশ্বকাপে পাপুয়া নিউগিনি

প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাপুয়া নিউগিনি। বাছাই পর্বে গ্রুপর চ্যাম্পিয়ন হিসেবে এ যোগ্যতা অর্জন করেছে দলটি। যার ফলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে দেখা যাবে দেশটিকে। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে কেনিয়াকে ৪৫ রানে হারিয়ে এ যোগ্যতা অর্জন করে দেশটি। পাপুয়া নিউগিনির দেয়া ১১৮ রানের জবাবে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় কেনিয়া।

অবশ্য বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের জন্য পাপুয়া নিউগিনিকে তাকিয়ে থাকতে হয়েছিল স্কটল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। যেখানে স্কটল্যান্ডের বিপক্ষে ১২.৩ ওভারে ১৩১ রানের লক্ষ্য ছুঁতে পারলে পরের পর্বে যেত ডাচরা। কিন্তু সে রান নিতে তারা ১৭ ওভার খেলে। এ কারণে ডাচদের বদলে পরের পর্বে যায় পাপুয়া নিউগিনি। ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন